
ছাতক প্রতিনিধি::
ছাতকে পূর্ব বিরোধ নিয়ে সংর্ঘষের ঘটনায় দায়েরী মামলায় হাজিরা দিতে গিয়ে পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত।সোমবার সুনামগঞ্জের চীপ জুটিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে মজনুসহ ৩জন হাজির হয়ে জামিন প্রার্থনা করলে ম্যাজিষ্ট্রেট বেলাল আহমদ জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন এবং অপর ২জনের জামিন মঞ্জুর করেন।
আব্দুল ওয়াহিদ মজনু শহরের তাতিকোনা গ্রামের মৃত আব্দুর রজাকের পুত্র ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। গত ১০জুন পূর্ব বিরোধের জেরধরে তাতিকোনা এলাকার আব্দুল ওয়াহিদ মজনু ও মৃত আছদ্দর আলীর পুত্র আঞ্জব আলী পক্ষদ্বয়ের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ব্যক্তি আহত হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলাও দায়ের করা হয়। প্রতিপক্ষ আঞ্জব আলীর দায়েরী মামলায় (নং-২৬/১৬৫) আব্দুল ওয়াহিদ মজনুকে করা হয় ২নং আসামী। ওই মামলায় সুনামগঞ্জের চীপ জুটিশিয়ার ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে আব্দুল ওয়াহিদ মজনু জামিন প্রর্থনা করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।