
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালন পরিষদ-চট্টগ্রাম-এর উদ্যোগে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে লায়ন শাহ আলম বাবুল চেয়ারম্যান ও হাজী সাহাবউদ্দিনকে সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ আগস্ট ঘরে বসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১৯ আগস্ট কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২০ আগস্ট বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তথ্যচিত্র প্রচার, ২১ আগস্ট শুক্রবার বাদে আছর কোরানখানি, মিলাদ ও মোনাজাত, ২২ আগস্ট,
শনিবার, বিকাল ৪টায় নগরীর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ শীর্ষক স্মরণসভা’ ও কাঙালিভোজ। স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (১) বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, ২৩ আগস্ট, রবিবার জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ স্মরণিকা ‘অগ্নিকালের মহাপুরুষ’-এর মোড়ক উন্মোচন, ২৪ আগস্ট, সোমবার,
বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শিশু ও কিশোরদের নিয়ে অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানতে ও বুঝতে হবে’, ২৫ আগস্ট, বিকাল ৪টায়, চেরাগী পাহাড় চত্বরে ২১ আগস্ট দেশরতœ শেখ হাসিনার প্রাণনাশের প্রচেষ্টা ও ২২ জন নেতাকর্মী হত্যার খুনীদের বিচারের দাবীতে মানববন্ধন। জাতীয় শোক দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের লক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংগঠক আলী আহমেদ শাহীন। বক্তব্য রাখেন গেরিলা মুক্তিযোদ্ধা আলহাজ¦ ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী,
বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালাম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন, প্রণবরাজ বড়–য়া, মাওলানা মহিউদ্দিন আল কাদেরী, হারুনর রশিদ, মো: খোরশেদ আলী মাইজভা-ারী, ফাতেমা আকতার, মো: শেখ আবদুল্লাহ, রিমন মুহুরী, কাজী আইয়ুব, আলমগীর চৌধুরী, ইউনুছ মিয়া, দিলীপ সেনগুপ্ত প্রমুখ।