মেধাবী ছাত্র ছাত্রীরা এ দেশের গর্ব এদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কানাডা প্রবাসী প্রকৌশলী অঞ্জন কুমার দাশের মতে গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের কিছু উচ্চবিত্ত মানুষ। গতকাল সোমবার প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘চিত্তরঞ্জন দাশ স্মরণ’ ও স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক পঙ্কজ ভট্টাচার্য্য, কর কমিশনার বাদল সৈয়দ, বিচারক মোঃ আব্দুল হালিম ও শিমুল দাশ। সমাজের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের টাকার অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয় সে জন্য উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। অঞ্জন কুমার দাশের টাকার অভাবে যাদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম তাদের সাহায্যে অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান পঙ্কজ ভট্টাচার্য্য।
সভায় বক্তারা বলেন যারা সামর্থবান তারা যেন এসব গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ায়। এসে সমাজের মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়ার সুযোগ পাবে। প্রকৌশলী অঞ্জন কুমার দাশের সাহায্যে নজরুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে, দিপঙ্কর দেবনাথ রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। এছাড়া বৃত্তি প্রদান করেন পিবলু জল দাশ, গোপাল দাশ, প্রীতি চাকমা, অন্ত চাকমাসহ কিছু ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, প্রকৌশলী অঞ্জন দাশের পিতা চিত্তরঞ্জন দাশও অনেক সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন। তিনি লোহাগাড়া ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং অনেক মন্দির প্রতিষ্ঠা করেন। তিনি সমাজ স্বজাতি ও স্বদেশের প্রতি কর্তব্য পালনের ধর্মে বিশ্বাসী ছিলেন।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আসমিতা দাশ, আলী আকবর ছিদ্দিকী, শ্যামল দে, চোপরা দাশ প্রমুখ।