দর্শনা প্রতিনিধি,,,
সোনালী আঁশ পাট নিয়ে স্বপ্ন বুনছেন চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নদ-নদী, খাল বিল হাওর এবং ডোবার পাট চাষীরা নতুন সম্ভাবনা সম্ভাবনার দুয়ার খোলা প্রত্যাশা নিয়ে চলতি মৌসুমে পাট কাটা থেকে শুরু করে জাগ দেওয়া এবং প্রকৃতিকে পাক ছাড়ানোর ব্যস্ততা পার করছে এইসব কৃষকরা। গত বছরের তুলনায় এবার পাটের আবাদ ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। তবুও দাম নিয়ে রয়েছে সংশয়। সময় মত পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় দর্শনা থানার বিভিন্ন এলাকায় পাট কেটে নদ-নদী, খাল বিল হাওর এবং ডোবার পাট জাগ দিচ্ছে কৃষকরা। এরি সাথে সোনালী আঁশ ছড়ানো সহ সবমিলিয়ে ব্যস্ত সময় পার করছে সাধারণ কৃষক।
আবার কোথাও কোথাও সরজমিনে গিয়ে দেখা গেছে নারী-পুরুষ উভয় মিলে পাট থেকে সোনালী আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত। খরচ বাঁচাতে রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছাড়ানোর জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের উদ্ভূত করলেও তাতে আগ্রহ নেই সাধারণ কৃষক যদি ১,৬০০ থেকে ১,৯০০ টাকা দরে মন পাট বিক্রয় করে তা হলে লাভবান হবেন এবং ন্যায্যমূল্য পেয়ে কৃষকরা আরো বেশি বেশি সোনালী আঁশ বা পাট চাষের দিকে আগ্রহী হয়ে উঠবে।