ছাতক প্রতিনিধি::
সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ছাতকের যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রশিদ সোনা মিয়া (৬৫)। তিনি ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভুইগাঁও গ্রামের মৃত আবদুল মছব্বির এর ছেলে, নগরীর নেহারীপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সিলেট মাউন্ড এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মরহুমের চাচাত ভাই সাবেক ইউপি সদস্য মুহিবুর রহমান। বুধবার সকাল ১১টায় সীমিত পরিসরের মরহুমের নামাজে জানাজা শেষে তাকে সিলেট মানিকপীর টিল্লায় দাফন করা হয়েছে।