নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
ঈশাত জামান মুন্না|লালমনিরহাট জেলা প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন এর দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠ ততটাই সরগরম হচ্ছে,মনোনয়ন প্রত্যাশী নেতাদের ভিড় এখন কেন্দ্রীয় কার্যলয়ে।
বহুল আলোচিত লালমনিরহাট-২ আসনটি কালীগঞ্জ আদিতমারী এই দুই উপজেলাকে নিয়ে,উপজেলা দুটির উন্নয়ন চিত্র পাল্টে গেছে মহাজোট সরকার এর আমলে,সারাদেশের ন্যায় কালীগঞ্জ আদিতমারী উপজেলার আনাচে কানাচে শহরে বন্দরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে নিয়ে।
লালমনিরহাট-২ আসনে দলীয়ভাবে মনোনয়ন প্রকাশের আগেই জাপা এবং বিএনপি নেতাদের মাঝে দেখা দিয়েছে অন্তকলহ,আওয়ামীলীগে পাওয়া গেছে স্বস্তির আভাস।একসময়ের জাপার দূর্গবলাহত লালমনিরহাট-২ আসনটিকে,দীর্ঘ ৩৫ বছর জাপার প্রয়াত এমপি মজিবর রহমান এর দখলে ছিল আসনটি,৩৫ বছর সংসদ থাকলেও জাপা ক্ষমতায় না থাকার কারনে তদ্রুপ উন্নয়ন ঘটেনি বলে মনে করেন সাধারন জনগন,এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্রকরে জাপার মনোনয়ন প্রত্যাশি কালীগঞ্জ চাপারহাটের বিশিষ্ট ব্যবসায়ী রোকন উদ্দিন বাবুল,বর্তমানে মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি,ইতিপূর্বে যদিও তিনি পরপর দুবার কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে বর্তমান সংসদ এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান এর নিকট বিপুলভোটে পরাজিত হন,তবুও তিনি মাঠছাড়েননি,অপরদিকে জাপার চেয়ারম্যান সংয় লালমনিরহাট-২ আসনে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।
এ আসনটিতে নির্বাচনী মাঠে দলীয় কার্যক্রমে বিএনপির নেতাকর্মীকে না দেখা গেলেও ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে,আসনটিতে বিএপির মনোনয়ন প্রত্যাশি এতদিন দুজনের নাম শোনা গেলেও বর্তমানে নতুনকরে আরো একজনের নাম লোকমুখে শোনা যাচ্ছে,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ হেলাল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি এবং তিনি পাবেন বলেও আশাবাদি,রাজনৈতিক দৃষ্টিকোন থেকে তিনি ক্লিনইমেজ এর লোক বলে কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীগন দাবী করেন,অপরদিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন,অপরদিকে বর্তমানে নতুন আরেকটি নাম শোনা যাচ্ছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর,তিনিও এ আসনটিতে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে,এর ফলে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা বিএনপিতে দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে,তৃর্নৃমূল নেতা কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে জেলা বিএনপির সভাপতি এ আসনে নিরবাচনের কথা বলায়।
জাপা বিএনপিতে অন্তকলহ থাকলেও স্বস্তিতে রয়েছে আওয়ামীলীগ,মুলত ব্যপক উন্নয়নচিত্রই আওয়ামীগের প্রার্থীর পূঁজি,আসনটিতে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশি আলহাজ্জ্ব নুরুজ্জামান আহমেদ,তিনি কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বর্তমান সংসদ সদস্য,পুনরায় নৌকা মার্কায় নির্বাচন করবেন বলে জানা গেছে এবং তিনি এই আসনটিতে নৌকার একক প্রার্থী,তিনি ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদন্দ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হন,তার কর্মদক্ষতার বলে প্রথমে খাদ্য প্রতিমন্ত্রীর দায়ীত্ব পালন করেন এবং পরবর্তীতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়ীত্ব পান এবং সফলতার সাথে পালন করছেন।
আলহাজ্জ্ব নুরুজ্জামান আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই আদিতমারী বাসীর বহুল প্রত্যাশিত স্বর্নমতি সেতু নির্মানের প্রতিশ্রুতি দেন এবং সেটা বাস্তবায়ন ও করেন,তিনি এই ৫ বছরে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির,ব্রীজ,কার্লভাট,নতুন নতুন রাস্তাঘাট নির্মান করেন,তার উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য জনগনের আস্থাভাজন হিসাবে পরিনত হয়েছেন,তিনি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা পুনরায় তাকে নৌকা মার্কার মনোনয়ন দিলে বিপুলভোটে জয়লাভ করবেন।