গত ১৯ আগস্ট বুধবার বিকাল ৫ ঘটিকায় জামালখানস্থ অস্থায়ী কার্যালয়ে ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়–য়ার স ালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর।
বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সাহাবুদ্দীন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সৈয়দুল আলম, শামসুদ্দীন নুরী, নবুওয়াত আরা ছিদ্দিকী রকি, বাবুল দেব রায়, দিদারুল আলম, সেলিম জাহাঙ্গীর, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়–য়া, মোঃ ইমতিয়াজ হোসেন, হাজী মুন্সি মিয়া, সুভাষ দেব, সায়েদুল হক, মোঃ শরফুদ্দীন মাহি, মোঃ শুক্কুর, জাফর উল্লাহ, মহানগর যুবলীগ নেতা আসহাব রাসূল চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির মাসুদ, মোঃ আজিম, ইকবাল আহমেদ ইমু, অঞ্জন দত্ত, নুরুল আনোয়ার রিপন, জাহেদুল ইসলাম মঞ্জু, ইসমাইল উদ্দিন লিটন, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনির হোসেন, বিকাশ দাশ, পঙ্কজ দে, শাহ নেওয়াজ জসিম, ছাত্রলীগ নেতা আরাফাত জাহেদ অনিক প্রমুখ।
প্রধান অতিথি চন্দন ধর বলেন, বাংলাদেশের মানুষের অধিকার অর্জন, দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং বাঙালির রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি অর্জনের লক্ষ্যে অত্যন্ত সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়ে রাজনীতি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আমরা তারই উত্তরাধিকার এবং বঙ্গবন্ধুর আদর্শিক শক্তিতে বলিয়ান। আজকের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আরাদ্ধ সাধনা অসম্প্রদায়িক ক্ষুদা-দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠাসহ গরীব-দুঃখী মানুষের আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সর্বোচ্চ সততা, নিষ্টা, আন্তরিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে যার দুরদর্শী নেতৃত্বে বর্তমানে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রয়েছে তা পৃথিভীর কোন শীক্ত আর থামাতে পারবে না।