ঝিনাইদহ প্রতিনিধি;
ঝিনাইদহের শৈলকুপায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে তাপস কুমার সাহা (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাপস পৌর এলাকার কবিরপুরের মৃত হারান চন্দ্র সাহার ছেলে। তিনি শৈলকুপা বাজারের জনি হোটেল এন্ড রেষ্টুরেন্ট এবং জনি কসমেটিক্স এর মালিক ছিলেন। এই নিয়ে ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ আগস্ট তারিখে তাপস সাহা করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে এবং একই দিন সকালে তিনি মৃত্যুবরণ করেন।