দর্শনা প্রতিনিধি,,
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছে। উদ্ধার করা হয়েছে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা। আটক করা হয়েছে ২ জন মাদক ব্যবসায়ীকে। দর্শনা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৭ আগস্ট রাত সাড়ে ৮ টার সময় দর্শনা থানাধীন সড়াবাড়িয়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আব্দুল গণির ছেলে মোঃ এনামুল হক (৩০) তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করে ।এছাড়া একইদিন বিকাল সাড়ে ৫ টার সময় হৈবতপুর পাঁচ শহীদ স্মৃতিস্তম্ভের পাশ থেকে ছোট-বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ মামুনকে (৪৫) ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।