বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় যশোর শিক্ষা বোর্ডের বৃত্তিতে শার্শা উপজেলায় ফলাফলে সেরা স্থান অধিকার করেছে । এস এস সি ২০২০ সালের পরীক্ষায় মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় থেকে যশোর শিক্ষা বোর্ডে ১৮২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে এস এস সি পরীক্ষার ফলাফলে ১৮০ জন শিক্ষার্থী পাশ করে।গতকাল যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের মধ্যে সেরা শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করা হয়। ফলাফলে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় থেকে ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করে। উল্লেখ্য,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মৃত- বীর মুক্তিযোদ্ধা হাজী মসিয়ুর রহমান।
বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, আমাদের এই বিদ্যালয়ের সভাপতি বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। আমরা মনে করি, আমাদের সফলতার পিছনে তিনিই কাজ করেছেন। তিনি সভাপতি হিসাবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি পড়াশুনার গুনগত মান এবং ভালো ফলাফলের জন্য শিক্ষকদের দায়িত্ব কর্তব্যর প্রতি নজর দেন। সেই সাথে তিনি জবাবদিহিতা ও করেন বিদ্যালয়ের শিক্ষকদের।তিনি আরো বলেন, এসকল বিষয় সভাপতি দেখার কারনে বিদ্যালয়ের ফলাফল ভালো হতে থাকে।