রিপন মারমা রাঙ্গামাটি;
রাঙ্গামাটি কাপ্তাইয়ে বান্ধবির জম্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১’শত টাকা চেয়ে ,না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদোউস সাথী (১৫)রবিবার রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ.এ টাইফ কোয়াটার এলাকার এঘটনা ঘটে ।নিহত স্কুল ছাত্রীর কেপিএম উচ্চ বিদ্যালয়য়ে ১০ম শ্রেণীর ছাত্রী।সাথীর বাবা মোঃ ফারুক সিএনজি চালিত অটোরিক্সা চালক।কাপ্তাই থানা ইনচার্জ মোঃনাসির উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন ,
নিহত স্কুল ছাত্রীর পিতা পেশায় একজন সিএন জি চালক।দরিদ্র পরিবার হওয়ার সাথীর চাওয়ার ১শ টাকা ব্যার্থ হয় তারা।এ ঘটনা সাথী অভিমান করলে তার মা টাকা ধাড় নিয়ার জন্য প্রতিবেশী এক পরিবার কাছে বাসায় গিলে এ সুযোগে বাড়ি সিলিং ফ্যানের সঙ্গে ওরনা প্যাচিয়ে গলায় ফাঁস দেয় সাথী।এ সময় ঘটনাস্থলে মারা যায় সে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোমাবার (৩১ই আগষ্ট)সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।