
নিজস্ব প্রতিবেদক। অজানা বাংলাদেশ
আরিফুল ইসলাম সুমন|ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনপাড়ায় বর্তমানে দুইজন ইউএনও অবস্থান করছেন। একজন সদ্য যোগদানকৃত ইউএনও এ এস এম মোসা, অপরজন এ উপজেলার সাবেক ইউএনও উম্মে ইসরাত ইপু।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে গত ৯ অক্টোবর সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতকে বদলি করা হয় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। তিনি সেইখানে না গিয়ে সরাইল ইউএনও হিসেবেই থাকতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে তদবির করান। পরবর্তীতে গত ১৪ অক্টোবর বিভাগীয় কমিশনার কার্যালয়ের আরেকটি আদেশে উম্মে ইসরাতকে নোয়াখালীর সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার দেখিয়ে তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়।
একই আদেশে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মোসাকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। যদিও ইউএনও উম্মে ইসরাত এ রিপোর্ট লেখা পর্যন্ত (২৫ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টা) সরাইল প্রশাসনপাড়ায় অবস্থান করছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবার অপরাহ্নে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ উপজেলায় নবাগত ইউএনও’র দায়িত্বভার গ্রহণ করেন এ এস এম মোসা এবং পাশাপাশি বিদায়ী ইউএনও উম্মে ইসরাতকে অবমুক্ত দেন কতৃপক্ষ।
এদিকে সরাইল উপজেলায় যোগদানের পর থেকেই ইউএনও এ এস এম মোসা জেলা শহর থেকে এসে, মাঝে মধ্যে ডাক বাংলোতে রাত্রিযাপনের মধ্য দিয়ে নিয়মিত এখানে দাফতরিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে প্রশাসনপাড়ায় নির্বাহী অফিসারের বাসভবনে অবস্থান করছেন এ উপজেলার সাবেক ইউএনও উম্মে ইসরাত।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারি সাংবাদিকদের আক্ষেপ করে জানান, বিদায়ী ইউএনও উম্মে ইসরাত চাকুরীবিধি মোতাবেক “ট্রানজিট” সুবিধায় এখানে আছেন। তার ফরমায়েশ তামিলে কর্মচারিরা হাঁপিয়ে উঠেছেন। তিনি মাঝে মধ্যে তার আমলের কিছু ফাইলপত্রও বাসভবনে ডেকে পাঠান।
বৃহস্পতিবার (২৫অক্টোবর) দুপুরেরদিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মোঃ মামুন মিয়া, জহিরুল হক ও কালীকচ্ছ ইউনিয়নের মোছাঃ মোছেনা বেগম, শহিদুল হক সহ কয়েকজন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে।
ইউএনও’র খোঁজ করতেই দফতরের এক কর্মচারি তাদেরকে বলতে শুনা যায়, আপনারা কোন স্যারের (ইউএনও) কাছে এসেছেন। নতুন স্যার, না পুরাতন স্যারের কাছে। নতুন স্যার জেলা শহরে গেছেন, আর পুরাতন স্যার সরকারি বাসভবনে আছেন। কর্মচারীর এই জবাবে উপস্থিত কয়েকজন হতভম্ব হয়ে পড়েন।
এ বিষয়ে সরাইল উপজেলায় সদ্য যোগদানকৃত ইউএনও এ এস এম মোসা সাংবাদিকদের জানিয়েছেন, এখানকার উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনটিতে বর্তমানে সাবেক ইউএনও উম্মে ইসরাত অবস্থান করার কারণে, আপাদত তিনি ডাক বাংলোতেই রাত্রিযাপন করেন। এতে তার তেমন অসুবিধে হয় না। তিনি (ইউএনও ইসরাত) বাস ভবন ছাড়ার পর তখন সেইখানে গিয়ে উঠবেন নবাগত ইউএনও এ এস এম মোসা।