
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম এল এ অফিসে দূর্নীতি ও টাকা আত্মসাতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং দূর্নীতি দমন কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মোঃ নুরুল ইসলাম।
চট্টগ্রাম এল এ অফিসে দূর্নীতির কারণে সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় ভূ্ক্তভূগীদের একজন মো.নুরুল ইসলাম। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে এস.রহমান হলে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন আমার খরিতকৃত স্হাবর সম্পত্তির তফসিল মৌজা বেলচুরা থানা আনোয়ারা জেলা চট্টগ্রাম জে.এল.নং ৪০,আর,এস,খতিয়ান নং ৩৬৬ ও
৪৬৭,আর,এস,দাগ নং ২৫২ ও ১৬৮৭ সামিল বি,এস,খতিয়ান নং ৬৩৬,বি,এস,দাগ নং ৫১১, জমির পরিমান-৭.৫ শতক জমির ক্ষতিপূরণ পাওয়ার জন্য দাবীকৃত হন ভুক্তভোগী অসহায় মো.নুরুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন