
মোঃ জুয়েল রানা, (চাঁদপুর) প্রতিনিধিঃ
রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে চাঁদপুরের কচুয়ায় উপজেলা রিপোটার্স ইউনিটির কমিটি গঠন করা হয়েছে। ২৬ অক্টোবর শুত্রুবার কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। এতে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে মোঃ আরিফুল ইসলাম দিপু (দৈনিক আমাদের সময়), সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক প্রধান (মানবজমিন) ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা (দৈনিক বাংলার অধিকার) নির্বাচিত হয়। ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ আলমগীর তালুকদার ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাচর ইউপি চেয়ারম্যান ওসমান গনী মোল্লা, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, সাচার ফাড়ি ইনর্চায মোঃ আফসার মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার সভাপতি এম. সাইফুল মিজান, সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী, দৈনিক ভোরের কাগজ কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান , নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহ্বায়ক শাহজাহান মাষ্টার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ।