মোঃ তাজুল ইসলাম মিয়াজীঃপ্রবাসী নিউজ ডেস্ক ঃঅজানা বাংলাদেশ
পাকিস্তানি সন্ত্রাসীদের হাতে বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী খুন
গত ২৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সামনে পাকিস্তানের সন্ত্রাসীরা সঙ্গবদ্ধ হয়ে নির্মমভাবে ছুরিকাঘাতে খুন করে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আকাশ দেওয়ান আকাশকে ।
যানা যায়,জোহানেসবার্গে স্প্রিংয়ে এই প্রথম পাকিস্তানি সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোহাম্মদ আকাশ দেওয়ান আকাশ খুন হয়েছে। গতকাল সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আকাশ দেওয়ান এর মৃত্যুতে খবর চারদিকে ছড়িয়ে পড়লে সাথে সাথে সেখানে ছুটে যান বাংলাদেশ পরিষদ অর্গানিজেশন এর নেতৃবৃন্দ ও
ভারপ্রাপ্ত সভাপতি ও কমিউনিটি নেতা এস,এইচ মোহাম্মদ (মোশাররফ)
সেখান থেকে তাৎক্ষণিকভাবে মুঠোফোনে বিস্তারিত জানান যে,
প্রতিদিনের মতো নিয়মিত কর্মরত অবস্থায় বেলা আনুমানিক পাঁচটার দিকে দুই পাকিস্তানি টমেটো কিনতে যায় , আকাশের ব্যবসাপ্রতিষ্ঠানে টমেটো বিক্রয় মূল্য ছিল ১৫ রেন্ড কিন্তু পাকিস্তানি ১০ রেন্ড দিয়ে চলে যেতে চাইলে, তখন আকাশ বাকি ৫ রেন্ড দিতে অনুরোধ জানায়,কিন্তু পাকিস্তানি উক্ত রেন্ড না দিয়ে উল্টো আকাশকে প্রথমে চড় মারে, এবং একপর্যায়ে শুরু হয় কথা কাটাকাটি । এমনকি ক্ষিপ্ত হয়ে পরক্ষণই পাকিস্তানিরা চলে যায়।
কিছুক্ষণ পরে পাকিস্তানের নাগরিক সঙ্গবদ্ধ হয়ে সন্ধ্যায় আনুমানিক ৬ টায় বাসা থেকে ধারালো ছুরি নিয়ে আসে এবং আকাশকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এই সময় দোকানে থাকা বাংলাদেশী প্রবাসীরা তাদের কে থামাতে চেষ্টা চালায় ব্যর্থ হয় ।সন্ত্রাসীরা আকাশের শরীরের সামনে পেটে ধারালো ছুরি দিয়ে প্রথমে আঘাত করে এবং পিছন থেকে আঘাত করে যার ফলে প্রচুর রক্তক্ষরণের ফলে মাটিতে লুটিয়ে পড়ে যায় আকাশ।
খবর পেয়ে স্থানীয় প্রবাসীরা ছুটে এসে প্রথম আকাশকে রক্তাক্ত অবস্থায় একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ।
ভাগ্যের নির্মম পরিহাস স্থানীয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে ঘোষণা দেয়। নিহত আকাশের খবর মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাংলাদেশ পরিষদ অর্গানিজেশন কমিউনিটি নেতা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসীরা জড়ো হতে থাকে।
এবং আশেপাশে শোকের ছায়া নেমে আসে ।স্থানীয়দের সূত্রে জানা যায় এই ধরনের ঘটনা দক্ষিণ আফ্রিকায় এই প্রথম হয়েছে বলে জানা যায়।
নিহত আকাশে দেওয়ান পিতা মোহাম্মদ আজিজ দেওয়ান ,গ্রাম বেদবাড়িয়া ,পোস্ট অফিস সালিমাবাদ ,থানা নাগরপুর জেলা টাঙ্গাইল
নিহত আকাশ স্প্রিং শহরে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট হোটেল ব্যবসা করে আসছিল ।এমন কি গত ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকা একটি সুখের সংসারগড়ার উদ্দেশ্যে প্রিয় সহধর্মিণী স্ত্রীকে নিয়ে আসে সুখের সংসার গড়তে কথিত পাকিস্তানী সন্ত্রাসীরা তার সুখের সংসার কে ভেঙ্গে চুরমার করে দেয় ।বর্তমানে নিহত আকাশের স্ত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ।এমনকি এখন পর্যন্ত তাঁর জ্ঞান ও স্মৃতি ফিরে আসেনি ।
বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সেক্রেটারি মোঃ মুমিন ও খুসরু সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং নিহত আকাশের জন্য সকল প্রকার আইনি লড়াই চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন। এবং এমন দুঃখজনক ঘটনার খবর শুনে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশী এম্বাসাডর জনাব সাব্বির আহমাদের চৌধুরী নিহত আকাশের রুহের মাগফেরাত ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন, এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এমন কি বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী দের কে শান্ত থাকার অনুরোধ করেন তিনি।
উল্লখ্য, গত ৬দিনে মোট ৯ জন বাংলাদেশী দক্ষিণ আফ্রিকায় নির্মম ভাবে খুন হয়েছে। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশীরা। তারা এমন নিসংসতায় উদ্বেগ প্রকাশ করছে। ওখানকারখান একজন প্রবাসীবাংলাদেশি ব্যবসায়ী মোঃ সোহেল বলেন “এই ধরণের পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশীরা নিরাপত্তার স্বার্থে নিজেদের ব্যবসা দক্ষিণ আফ্রিকা থেকে গুটিয়ে নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন।
ইতিমধ্যে এই ঘটনায় স্থানীয় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় থানা কর্মকর্তা সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।