
মোঃ জুয়েল রানা|চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর তাহেরীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ২০১৮ সনের জুনিয়র দাখিল সার্টিপিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে জেডিসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ,দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।এসময় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এ কে এম গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল মান্নান (মিলন)।
সহকারী শিক্ষক বুলবুল আহমেদ বাবুলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন মাস্টার, উপাধ্যক্ষ মাওঃ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক মাওঃ সাইফুল্যাহ্, এসময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাওঃ জাকির হোসেন, ইংরেজী প্রভাষক আবু ছায়েদ মজুমদার প্রমুখ।
এসময় মাদ্রাসার দাতা সদস্য ছাদেক আলী পাটোয়ারী, শামসল হক পাটোয়ারীসহ মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।