চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভা আজ বিকাল ৪ টায় চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লায়ন মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শ্রমিক নেতা নজরুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা এম.এ. কাদের, বাবু টিটু মহাজন, চট্টগ্রাম মহানগরী অটোরিক্সা-অটো টেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক পরিষদের উপদেষ্ঠা নজরুল ইসলাম, সেবক এসো সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, চট্টগ্রাম রিক্সা চালক ইউনিয়ন’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ আকতার, সহ সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ খুরশিদ কোম্পানী, মোফাজ্জল আহমেদ লেদু, মোঃ জিকু, কোষাধ্যক্ষ মোঃ আলী, মোঃ আলাউদ্দিন, মোঃ সেকান্দর, মোঃ আব্দুল করিম, মোঃ ইব্রাহিম প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আ লিক শাখা এলাকায় যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার সফল করার মধ্যদিয়ে অবৈধ ব্যাটারী চালিত রিক্সা চলাচলের স্বপ্ন দাতাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তা কখনোই বাস্তবে পরিণত হবে না।
উচ্চ আদালতের রায়কে অমান্য করে যে সমস্ত ধান্দাবাজ নেতারা অবৈধ ব্যাটারিচালিত রিক্সা চালানোর অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি বক্তারা উদাত্ত আহ্বান জানান। প্রতিনিধি সভায় আ লিক শাখা সমূহে আন্দোলন কর্মসূচির ঘোষণা পত্র পাঠ করেন পরিষদের উপদেষ্টা টিটু মহাজন।