জাতীয় ছত্র সমাজ চট্টগ্রাম মহানগর ও কলেজ কমিটির যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ কেন্দ্রীয় সাবেক সদস্য সুমন বড়–য়ার সভাপতিত্বে ও নগর ছাত্র সমাজ নেতা আরাফাতুল আলম কচির পরিচালনায় আজ ২৬ সেপ্টেম্বর বিকাল ৩ টায় আন্দরকিল্লা চত্বরে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান নগর ছাত্র সমাজের কমিটির মেয়াদ ৭ বছর। নেতৃত্বে আছে আছেন বাপ-চাচারা। নেই কোন নিয়মিত ছাত্র, নেই কোন সাংগঠনিক তৎপরতা।
এভাবে চলতে থাকলে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের ছাত্রসমাজের অকাল মৃত্যু ঘটবে। তাই সংগঠনের স্বার্থে মাঠ পর্যায়ের তৃণমূলের নিয়মিত ছাত্রদের মাধ্যমে নগর কমিটি গঠন করতে হবে। অন্যথায় বর্তমান অবৈধ কমিটির অছাত্রদের যেখানে পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসমাজ নেতা আবু হাসান, বাপ্পী আহমেদ, চকবাজার থানা আহ্বায়ক রাজীব চৌধুরী রাজু, সদস্য সচিব সঞ্জয় বড়–য়া, কোতোয়ালী থানা প্রতিনিধি হায়দার আলম মারুপ, সায়মন হোসেন, রাহুল দাশ, ফরহাদ হাসান, তাসকিন আহমদ মুন্না, মোঃ মাসুম, মোঃ আকিব,
বাকলিয়া থানার প্রতিনিধি মোঃ সেলিম, সদরঘাট থানা প্রতিনিধি মোঃ শাকিল ইব্রাহিম, রায়হান চৌধুরী, মোঃ নিলয়, শুভ দাশ, বন্দর থানা প্রতিনিধি আরিফুর রহমান, মোঃ শাকিল, পতেঙ্গা থানা প্রতিনিধি দিদারুল আলম, হালিশহর থানা প্রতিনিধি আনসার আহমেদ, মোঃ হাসান, ইপিজেড থানা প্রতিনিধি মোঃ পারভেজ, বাপ্পা বড়–য়া, রাতুল দাশ, খুলশী থানা প্রতিনিধি আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মনোজ কান্তি দে, পাঁচলাইশ থানা প্রতিনিধি সাহাব উদ্দিন, নিশান চৌধুরী, লুৎফুর রহমান আরিফ, হাবিবুর রহমান,
বায়েজিদ থানা প্রতিনিধি মোঃ হৃদয়, মিশন দাশ, সিটি কলেজ প্রতিনিধি সঞ্জয় কুমার মিত্র, শরীফুল মোল্লা নিলয় প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অবৈধ নগর জাতীয় ছাত্র সমাজের কমিটি বাতিলের দাবিতে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।