ঝিনাইদহে শহরের পৌর এলাকা থেকে গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌরসভার চাঁনপাড়ার সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- চাঁনপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭) ও শৈলকুপা উপজেলার খুলুম বাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান,
শহরের আরাপপুর চাঁনপাড়া এলাকায় বেশ কিছু দিন ধরে মাদকদ্রব্য বেঁচা-কেনাসহ চলছে এমন গোপন সংবাদ পান তারা। এমন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ১’শ ১৫ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটককৃতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি;