বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মান্নানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোতোয়ালী থানা ছাত্রদলের উদ্যোগে নগরীর ঘাট ফরহাদাবেগস্থ জামে মসজিদে আজ বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সপরিবারে করোনা আক্রান্ত নগর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মান্নানের পাশাপাশি বাংলাদেশ সহ পুরো পৃথিবীর সকল করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাওয়া হয়।
কোতোয়ালী থানা ছাত্রদল নেতা আরশে আজিম আরিফের সভাপতিত্বে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ কালাম, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, মোঃ ইলিয়াস, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, আরশাদ মোমেন আশু, মোঃ মহিউদ্দিন, তাজ মোহাম্মদ, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন খান রাজিব, ইয়াকুব আলী জুয়েল, মোঃ সাইফুল, শহিদুল্লাহ রনি, কফিল উদ্দিন, মোঃ শুক্কুর, মোঃ হামিদ, মোঃ বাদশা প্রমুখ।