ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিশামত নগরবন্দ নয়ারহাট এলাকায় রোজিনা খাতুন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার(৩০ অক্টোবর) দুপুরে ওই ছাত্রীর নানা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
নিহত রোজিনা সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বুড়িরদিঘী এলাকার আমজাদ মিয়ার মেয়ে এবং নয়াহাট উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের জেএসসি পরীক্ষার্থী। সে তার নানা বাড়ি থেকে পড়া লেখা করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোজিনা তার নানা বাড়ি থেকেই লেখা পড়া করতো। গতকাল সোমবারও সে নিয়মিত স্কুল শেষে বাড়িতে আসে। নানির সাথে রাতের খাবার শেষে সে তার ঘরে ঘুমাতে যায়। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে হাতে একটি চিরকুট লিখে ঘরের ধরনায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে তাকে অনেক ডাকার পরেও রোজিনা না উঠায় স্থানীয় লোকজনের সহযোগীতায় ঘরের দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে রশিতে ঝুলিয়ে থাকতে দেখলে রশি কেটে তার মরদেহ নামানো হয়। পরে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে অবগত করা হলে তিনি ঘটনা স্থলে এসে থানা খবর দেন।
পরে সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং সুরতহাল রিপোর্ট করে নিহত রোজিনার মরদেহ থানায় নিয়ে আসেন। তবে নিহত রোজিনার হাতে পাওয়া চিলকুটে কি লেখা ছিল পুলিশ তা জানান নি।
পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন মাষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা স্থলে অফিসার পাঠানো হয়েছে, ঘটনা সম্পর্কে তারা আমাকে জানালে আপনাদের বিস্তারিত জানানো হবে।