ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ছাতক প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বুধবার বিকেলে নবাগত অফিসার ইনচার্জ (ওসি)’র কক্ষে সৌজন্য সাক্ষাতকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় নবাগত ওসি আইন শৃঙ্খলা আরও উন্নতির লক্ষ্যে সন্ত্রাস, চুরি-ডাকাতি, সুরমা নদীতে চাঁদাবাজ,
মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধ দমনে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সাক্ষাতকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য মোশাহিদ আলী, সাংবাদিক হাসান আহমদ, জাকির হোসেন তানভীর প্রমূখ।
ছাতক প্রতিনিধি::