
আরিফুল ইসলাম সুমন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোটার্স ইউনিটির সদস্যদের সাথে সরাইল উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা’র মতবিনিময় হয়েছে।
আজ (১নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশ নেন, রিপোটার্স ইউনিটির আহবায়ক মোঃ নুরুল হুদা (দৈনিক ভোরের পাতা), যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম সুমন (দৈনিক দিনকাল ও জাতীয় অনলাইন ‘অজানা বাংলাদেশ’), সদস্য সচিব মোঃ তসলিম উদ্দিন (দৈনিক নবচেতনা ও জাতীয় অনলাইন ‘সময়ের নিউজ’), কার্যকরী সদস্য মোঃ রাকিবুর রহমান রকিব (দৈনিক জনতা ও জাতীয় অনলাইন পি.এন.এস), মোঃ শাহগীর মৃধা (ডেইলি এশিয়ান এইজ), মোছাঃ রোজিনা বেগম (জাতীয় অনলাইন চ্যানেল নিউজ) ও মোঃ অহিদুজ্জামান লস্কর অপু (দৈনিক মুক্তমত)।
মতবিনিময় সভায় ইউএনও রিপোটার্স ইউনিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং সরাইল উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সাংবাদিকদের সহযোগিতা চান।
এসময় উপস্থিত সাংবাদিকরা সরাইল ও এখানকার বসবাসকারী মানুষদের উন্নয়নে কাজ করার পাশাপাশি নৈতিক কর্মকান্ডে প্রশাসনকে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন ইউএনও এ এস এম মোসাকে।