
রাঙ্গামাটি কাপ্তাই কর্ণফুলী নদী ভাঁসমান অবস্থায় অজ্ঞাত এক পাহাড়ী যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।কাপ্তাই কর্ণফুলী নদী চৌধুরী ছড়া এলাকা থেকে ভাঁসমান অবস্থায় শুক্রবার (২৩ই অক্টোবর দুপুর আড়াইটা ৩০ বছর বয়সী অজ্ঞাত এক পাহাড়ী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান,শুক্রবার দুপুরে আড়াইটা সময় চৌধুরী ছড়া কর্ণফুলী ফরেষ্ট রেঞ্জ অফিসের সামনে কর্ণফুলী নদী হতে ভাঁসমান অবস্থায় মরদেহটি দেখা যায়।
এর পরে কাপ্তাই থানা এস.আই খলিল ফাঁয়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টিশন অফিসার মোঃআনসারের নেতৃত্বের যৌত ভাবে ওই ব্যাক্তি মরদেহটি উদ্ধার করা হয়।সেসময় মরদেহটি দেখে কোন ভাবে পরিচয় পাওয়া যায়নি তবে কোন শরীরে আঘাতে চিহ্ন রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত পাহাড়ী ব্যাক্তি ৪/৫ দিন পূর্বে মারা যেতে পারে।ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি মর্গে পাঠানো হয়েছে।
রিপন মারমা কাপ্তাই।।(রাঙ্গামাটি)