
স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকার চট্টগ্রামের জনপ্রিয় পত্রিকা আজাদীর সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক এর স্মরণ সভা ২ নভেম্বর দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল খালেক এর স্মরণসভা ২ নভেম্বর শুক্রবার স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘অগ্নিকোণের অগ্নিপুরুষ’ শীর্ষক স্মরণসভা ২ নভেম্বর, শুক্রবার বিকাল ৪ টায় নগরীর নন্দনকানন ডিসি হিলের বিপরীতে ফুলকি স্কুলস্থ ‘এ কে খান স্মৃতি মিলনায়তনে’ অনুষ্ঠিত হবে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম উপাচার্য ড. অনুপম সেন। প্রধান বক্তা থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সোস্যাল ইসলামী ব্যাংক লিঃ-এর চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সাবিহা নাহার বেগম, বিজিসি ট্রাস বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. সরোজ কান্তি সিংহ হাজারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চসিক প্যানেল মেয়র অধ্যাপক ড. নিছার উদ্দিন মঞ্জু, দৈনিক পূর্বদেশ যুগ্ম সম্পাদক কবি আবু তাহের মুহাম্মদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মুক্তিযুদ্ধের সন্তান নাওশাদ মাহমুদ চৌধুরী রানা ও প্রবন্ধ পাঠ করবেন নাট্যজন সজল চৌধুরী। উক্ত স্মরণসভা সফল করে তোলার জন্য সংগঠনের সকল কমকর্তা ও আগ্রহীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।