ঈশাত জামান মুন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি
সীমান্ত ঘেঁষা লালমনিহাটে কালীগঞ্জ থানার ৬ জুয়ারীকে গ্রেপ্তার করেছে কালিগঞ্জ থানা পুলিশ কালিগঞ্জ থানার এসআই বাদল কুমার মন্ডল বলেন এলাকায় জুয়ারীরা পরিবেশ নষ্ট করছেন
পুলিশ সুপার এর নির্দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে ৬ জুয়ারীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম ০১/১১/১৮ তারিখ কালীগঞ্জ থানার কৈটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রকাশ্য স্থানে তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় জুয়ারু মোঃ সাদিকুল ইসলাম(৪০), পিতা- মৃত. মনছুর আলী, গ্রাম-কৈটারী, ফুলদাস(৫৫), পিতা- মৃত. দয়াল চন্দ্র,গ্রাম:উত্তর ঘনেশ্যাম, মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার(৩৫), পিতা- মো: মোবার অালী, গ্রাম-দক্ষিন ঘনোশ্যাম, সিরাজুল ইসলাম(৪৮), পিতা- মৃত. রহমত উল্ল্যাহ,গ্রাম- গাগলারপাড়, সকলের থানা- কালীগঞ্জ, হোসাইনুর রহমান(৩৭), পিতা- মৃত. মোহাম্মদ অালী,গ্রাম- কেকতীবাড়ী, ইয়াকুব আলী(৩৮), পিতা- মৃত. শুক্কুর আলী,গ্রাম- দক্ষিণ গোতামারী, উভয় থানা- হাতীবান্ধা, সকলের জেলা- লালমনিরহাট দেরকে জুয়া খেলার সরঞ্জামাদি সহ গ্রেফতার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মকবুল হোসেন জানান গোপন সংবাদ এর ভিত্তিতে এসআই বাদল কুমার মন্ডল ও তার টিম অভিযান চালিয়ে কুখ্যাত এই ৬ জুয়ারীকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে।তাদের কে আদালতে প্রেরণকরা হয়েছে।