ফ্রান্সে ইসলাম ও নবী করিম (দ.) এর ব্যঙ্গ চিত্র প্রকাশ করে মুসলমানদের অন্তরে বার বার আঘাত দিচ্ছে। বৈশ্বিক জঙ্গিবাদ উস্কানির উদ্দেশ্যে ফ্রান্স ইসলামের উপর আগ্রাসী হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু ইসলাম ও নবী অবমাননা কখনো বরদাস্ত করেননি, মাননীয় প্রধানমন্ত্রীও জঙ্গিবাদ নিধনে বিশ্ব দরবার হতে অভিনন্দিত হয়েছেন। বক্তারা সংসদে নিন্দা প্রস্তাব এনে অবিলম্বে ফ্রান্সের দুতাবাসকে জরুরী তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীকে ফ্রান্সসহ যে সমস্ত রাষ্ট্রগুলো ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তাদের উৎপাদিত পণ্য বর্জন করার আহ্বান জানান।
৩০ অক্টোবর বিকালে হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে বাঙ্গাল পীরে কামেল মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত ৬ দিনব্যাপী সুন্নী সমাবেশের সমাপনী দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)।
আল্ আমীন হাশেমী দরবারের সাজ্জাদাশীন কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর স ালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ হযরতুলহাজ¦ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী, আলহাজ¦ সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, কাউন্সিলর মুহাম্মদ সাহেদ ইকবাল বাবু, হযরতুলহাজ¦ আখতার হোসাইন আশরাফী, মাওলানা মুহাম্মদ হাবীবে এলাহী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। রাতব্যাপী নাতে রাসূল (দরুদ) পরিবেশন করেন আশেকানে মোস্তফা সাংস্কৃতিক পরিষদের শারেবৃন্দ। শেষে সালাম ছালাম, তাবারুক বিতরণ এবং বিশে^ শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।