আনজুমান-এ- রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্ট কতৃর্ক পরিচালিত দক্ষিণ রাউজান নোয়াপাড়া তাহেরিয়া সুন্নীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাহিদুল ইসলামের পিতা সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম (৮০) গতকাল সন্ধ্যা ৬-৩০ মিনিটের সময় পার্কভিউ হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
আজ ৩১ অক্টোবর, শনিবার বেলা ২ টায় নোয়াপাড়া তাহেরিয়া সুন্নীয়া মাদ্রাসা মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে শোক প্রকাশ করেন আনজুমা ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোহসিন, সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ অছিউর রহমান আল কাদেরী, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, গাউসিয়া কমিটি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আইয়ুব,
সিনিয়র সহ-সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক জানে আলম, গাউসিয়া কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, দক্ষিণ রাউজানের সভাপতি আবু বকর সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, তাহেরিয়া সুন্নীয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, সুপার সৈয়দ মুহাম্মদ শওকত হোসাইন রজভী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।