
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জোসনা বেগম(২২) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করে পুলিশ।
নিহত গৃহবধু জোসনা বেগম ওই গ্রামের হাবিবুর রহমান হাবীবের(৩০) সন্তান সম্ভবা স্ত্রী। আটককৃতরা হলেন, নিহত গৃহবধু জোসনার স্বামী হাবিবুর রহমান হাবীব ও তার বাবা মা।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় জোসনা বেগমকে বেধড়ক মারপিট করেন তার স্বামী হাবিবুর রহমান হাবীব ও তার বাবা মা। মারপিটের এক পর্যয়ে জোসনার মৃত্যু হলে তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী হাবিব ও তার বাবা মা। বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয়রা ঘাতক স্বামী হাবিব ও তার বাবা মাকে আটক করে পুলিশে খবর দেয়। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সন্দেহজনক ভাবে স্বামী হাবিব ও তার বাবা মাকে আটক করে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না কি আত্নহত্যা তা নিশ্চিত হতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।