
নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণ প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ যেমন জরুরী তেমনি বর্তমানের প্রেক্ষাপটে পুরুষ নির্যাতন প্রতিরোধেও আইন করা একান্ত জরুরী। ইদানীং অনেক ক্ষেত্রেই ব্যাক্তিগত শত্রুতা, উদ্দেশ্যমূলক ও ফাঁদে ফেলে অনেক পুরুষকেও মিথ্যা এবং বানোয়াট অভিযোগে হয়রানীর ঘটনা পরিলক্ষিত হচ্ছে যা অত্যন্ত উদ্বেগের কারন। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে করোনাকালীন সময়ে বিশেষ ভূমিকার জন্য নির্বাচিত বেস্ট ভলান্টিয়ার ও শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠানে মানবাধিকার নেতৃবৃন্দ আরও বলেন,
অপরাধীর শাস্তি হওয়া যেমন প্রয়োজন তেমনি নিরাপরাধ ব্যাক্তি মিথ্যা অভিযোগে শাস্তি পাওয়াও মানবাধিকার লঙ্ঘন। ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর স ালনায় এবং সভাপতি কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডবলমুরিং থানা কমিটির সভাপতি মোঃ আবদুর রব এবং বন্দর থানা কমিটির আহবায়ক মহিলা কাউন্সিলর প্রার্থী জিন্নাত আরা বেগম লিপি। প্রতিবেদন পেশ করেন খন্দকার কছির উদ্দিন ও মোখলেছার রহমান।
বক্তব্য রাখেন নুর মোহাম্মদ মধু, নূরে আলমগীর চৌধুরী, আবদুল ওহাব, হারুনুর রশীদ দিদার, মোঃ আবু সাঈদ, লায়ন শামসুজ্জামান সুমন, আবু শাহাদাত চৌধুরী শিপন, আমির হোসেন সুমন, মিজানুর রহমান, মোশাররফ হোসেন ভুইয়া, নুর নবী মিয়া, নুর জামাল চৌধুরী, জিয়াউর রহমান খোকন, মোঃ মহসিন, নারীনেত্রী নুর কাউছার পারভীন, রোকেয়া বেগম মুন্নী, ঝর্না আক্তার, শারমিন আক্তার, নুপুর আক্তার, আমেনা বেগম ডলি, রানু বেগম,রেখা আক্তার, পুষ্প প্রমূখ।