প্রতিদিনের মতো আজও হক সুপার মার্কেট ব্যবসা সমিতির সম্মানিত উপদেষ্টা ও মা মনি এন্টারপ্রাইজের প্রোপাইটর এবং কাপাসগোলা নুরুল আলম খোকন স্মৃতি সংসদ ক্লাবের নির্বাচিত সভাপতি, ও আকাশ তারা সংগঠনের সিনিয়র উপদেষ্টা__মানবতার ফেরিওয়ালা নুরুল আলম শিপু আজ রোজ বৃহস্পতিবার গরীব, অসহায় ও মেহনতী মানুষদেরকে কম্বল, শার্ট পিচ, গেঞ্জি সহ ৪০০পিচ মাস্ক তুলে দেন হক সুপার মার্কেটের সিকিউরিটি ফোর্সদের হাতে তুলে দেন।
এসময় সাথে ছিলেন প্রতীক ফুড’স লিমিটেড এর জিএম মাসুদ রেজা চৌধুরী, মোহাম্মদ রাজু, মোহাম্মদ রমজান আলী (প্রেম), লেখক নুরে আলম সিদ্দিকী, শাহীন সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সবাই নুরুল আলম শিপু জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আরো গরীব-দুঃখী, অসহায় মানুষদেরকে আরো সহযোগিতা করতে পারেন।