
মদিনা ইসলামী মিশন বাংলাদেশ এর উদ্যোগে ১৪৪২ হিজরি সনের মাহে রবিউল আউয়াল উদ্যাপনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গতকাল ১৪ নভেম্বর শুক্রবার বাদে জুমা থেকে বিশ্ব নূর মঞ্জিল মোহাম্মদপুর রাউজানে অনুষ্ঠিত হয়। খলিফা সিলসিলায়ে আশরাফিয়া ও মদিনা ইসলামী মিশন বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দীন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠেয় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা মার্ন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল কাদের চৌধুরী মাইজভা-ারী।
উদ্বোধক ছিলেন ৭ নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি.এম. জসিম উদ্দিন হিরু। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুফাস্সির আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলকাদেরী। বক্তারা বলেন, তমসাচ্ছন্ন অন্ধকার আরবে শান্তি ও আলোর মশাল জ্বালিয়েছিলেন মানবতার নবী মহানবী (দ.)। অমানবতা, অশান্তি, অনাচার ও অবিচার নির্মূল হয়েছে মহানবীর (দ.) কল্যাণে। প্রধান অতিথি তৌহিদুল কাদের চৌধুরী বলেন, সন্ত্রাসবাদ ও বিশ্ব থেকে সংঘাত হানাহানি নির্মূলের জন্যই মহানবীর (দ.) দুনিয়ায় শুভাবির্ভাব ঘটেছে। প্রধান আলোচক আল্লামা কাজী ছালেকুর রহমান আলকাদেরী বলেন, প্রিয় নবী (দ.) সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহর রহমত স্বরূপ।
সভাপতির বক্তব্যে মাওলানা নিজাম উদ্দিন আশরাফী বলেন, মুসলমানদেরকে ঈমানি ও আদর্শিক শক্তিতে বলীয়ান হতে হবে। সোনা, তেলসহ মূল্যবান খনিজ সম্পদগুলো মুসলমানদের কবজায়। তবুও মুসলিম শাসকরা ক্ষমতায় টিকে থাকতে অপশক্তির তাঁবেদারি করছে। কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরাই হবে মুসলমানদের প্রধান কর্তব্য।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন,
মোহাম্মদপুর মুহিউল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল, মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি মুহাম্মদ গোলাম মামুন জাবু, সমাজসেবক আলহাজ্ব এস.এম শফি, অধ্যাপক ইউনুচ হাসান চৌধুরী, শাহজাদা মাওলানা মকসুদুল হক শাহ্, সৈয়দ গোলাম রসুল নঈমী, মাওলানা আবু তৈয়্যব আশরাফী, মুহাম্মদ হাসান মুরাদ, সাইনটেক গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ সেলিম, সমাজসেবক আলহাজ্ব মোজাহেরুল হক চৌধুরী, সারজু মোহাম্মদ নাছের,
হাসান মুহাম্মদ রাশেদ, সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম কাদেরী, কাজী মুহাম্মদ আহসানুল মোর্শেদ কাদেরী, মুহাম্মদ ইউসুফ আল মামুন, মুহাম্মদ রেজাউল করিম, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ সুলতান উদ্দিন বেলাল,গাজী মাওলানা ফোরকান, মাহফিল উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী ও সচিব খান মুহাম্মদ মঈনুদ্দিন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত করা হয়। বহু দ্বীনদার জনতা মাহফিলে অংশ নেন।