বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন হাটহাজারী সংসদীয় আসনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত এড. মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনায় চৌধুরী হাট কেন্দ্রীয় জামে মসজিদে বাদে আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ্ব নুর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান,
ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী ইউসুফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম, উপজেলা বিএনপি নেতা মোঃ হাশেম, দক্ষিণ মার্দাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান মঞ্জু, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ আবু বক্কর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আকবর আলী, হাটহাজারী উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তৌকি,
সদস্য সচিব গাজী মোঃ আব্দুল মুবিনসহ চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা ও পৌরসভা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন চৌধুরী হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ জয়নাল। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের নিঃশর্ত মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করা হয়।