মোঃ জুয়েল রানা,চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার দোয়াটি সুন্দরী খালের ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে দোয়াটি মধ্যপাড়া ঠাকুর বাড়ি সংলগ্ন সুন্দরী খালের ব্রীজ নির্মানের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ব্রীজ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়ার উন্নয়নের রুপকার, সাবেক সফল স্বরাষ্টমন্ত্রী ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগের সভাপতিত্বে ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন স্পাদক ইমাম হোসেন ইমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রত্না প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন হিন্দু, খিস্ট্রান ও বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি প্রণয় চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন, দোয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কানাই, ম্যানেজিং কমিটির সভাপতি দুলাল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা ননী দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।