
ঈশাত জামান মুন্না,লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটে আদিতমারী উপজেলায় আটক ডিবির ভুয়া পুলিশ পরিচয় দেওয়ায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) দুপুরে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার সোহরাব হোসেনের ছেলে সাবেক আনসার সদস্য মনিরুজ্জামান (৩২) ও তার বন্ধু একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (৩৩)।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আদিতমারী উপজেলা সদরে বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় স্বর্নামতি ব্রিজ এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই বাচাই করতে অভিযান চালায় ট্রাফিক পুলিশের একটি দল। এ সময় হেলমেটবিহীন মনিরুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে কাগজপত্র ও হেলমেট নাই কেন জানতে চাইলে মনিরুজ্জামান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন। মোটরসাইকেলের আরোহী তার বন্ধু সোহেল রানাও তাতে সম্মতি দেন।
বিষয়টি সন্দেহ হলে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থানায় নিয়ে যান। পরে তারা তাদের প্রকৃত পরিচয় দিয়ে মনিরুজ্জামান নিজেকে আনসার সদস্য পরিচয় দিলেও পুলিশ নিশ্চিত হন মনিরুজ্জামান সাবেক আনসার সদস্য।
অবশেষে শুক্রবার ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।