
মোঃ নুর আলম ইসলাম (রাঙ্গা), চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ২ শ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার সকালে কারিতাস দিনাজপুর অঞ্চলের সবুজ জীবিকায়ন প্রকল্পের আওতায় চিলমারী সরকারি কলেজ মাঠে এসব বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ কোহিনুর রহমান, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, চিলমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আহমেদ, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, রাণীগঞ্জ ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম জাহাঙ্গীর, সবুজ জীবিকায়ন প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মিঃ মিলন এক্কা প্রমুখ।পরে অতিথিবৃন্দ রাণীগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ও নয়ারহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ২০০টি পরিবারের মাঝে ৪০ ওয়াটের একটি করে সোলার হোম সিস্টেম বিতরণ করেন।