বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের চট্টগ্রাম কারাগারের বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে চট্টগ্রামে ঢুকতে না দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর চৌমুহনী মোড়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ও চট্টগ্রাম কারাগারের বেসরকারী কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে আজিজুর রহমান আজিজ বলেন, জঙ্গিবাদী গষ্ঠীকে মদদে জাগিয়ে মামুনুল হক চট্টগ্রাম অশান্ত করার যে অপপ্রয়াস চালাচ্ছে তা চট্টগ্রামের জনগণ কখনোই মেনে নেবে না। তাই আজ নগরীর প্রতিটি পয়েন্টে আমরা অবস্থান করবো। ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে কলেজ ছাত্র-সংসদের জি এস সৈয়দ ইবনে জামান ডায়মন্ড এর স ালনায় উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাবু, ইলিয়াস রনি,
মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, সাবেক ছাত্রনেতা সোহেল, ওমায়ের, মহানগর ছাত্রলীগের উপ-সম্পাদক বোরহান উদ্দিন ফরহাদ, সহ-সম্পাদক রবিউল হোসেন সাইমন, কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত, সদস্য আবুল কালাম আজাদ সহ প্রমুখ।