
হাটাজারীতে দু’দিনব্যাপী আ লা হযরত শানে মোস্তফা কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে আ’লা হযরত ইসলাম বিকৃতকারী গোষ্ঠীর বিরুদ্ধে অসংখ্য কিতাব লিখে মুসলিম মিল্লাতের আক্বিদাকে হেফাজত করেছেন
গত ১ ও ২ নভেম্বর, বৃহস্পতি ও শুক্রবার বাদে মাগরিব হইতে হাটহাজারী লালিয়ার হাট মাদ্রাসা ও বিদ্যালয় ময়দানে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ উত্তর জেলার উদ্যোগে রেযায়ে মোস্তফা (দ.) ট্রাস্ট’র সহযোগিতায় আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রহ.)’র ওফাত শতবার্ষিকী উদ্্যাপন উপলক্ষ্যে দু’দিন ব্যাপী আ’লা হযরত কনফারেন্স আল-আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত খলিফায়ে তাজুস শরীয়া আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মজিআ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আল্লামা ড. নাসির উদ্দিন আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক আল্লামা হাফেজ ক্বারী আনিসুজ্জামান আলকাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, রাহতিয়া নক্শবন্দিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ওবাইদুল মোস্তফা নঈমী, আল্লামা আ.ন.ম নজমুল হুসাইন নঈমী, আল্লামা নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা ওমর ফারুক নঈমী, আল্লামা আবু জাফর আশরাফী, হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আশেকানে তরুণ পরিষদের সভাপতি মুহাম্মদ তারেক আজিজ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম,
কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক হাজী রাসেল খান প্রমুখ। বক্তারা বলেন, উপমহাদেশের উত্তর প্রদেশের বেরলভী নামক জনপদে আবির্ভত হন আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রহ.)। যিনি কুরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিতে দেড় সহ¯্রাধিক প্রমাণ্য গ্রন্থ রচনা করেন। নবী বিদ্বেষীদের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল কঠোর। কিন্তু এদেশের মুসলিম তরুণ যুবক সে হকের ঝান্ডা ছেড়ে নিজেদের জড়ানো শুরু করেছে শিয়া, আহলে হাদিসসহ বহু বস্তাপঁচা আকিদ্বার ভ্রান্তি জালে। আ’লা হযরত ইসলাম বিকৃতকারী গোষ্ঠীর বিরুদ্ধে অসংখ্য কিতাব লিখে মুসলিম মিল্লাতের আক্বিদাকে হেফাজত করেছেন। এহেন নাজুক অবস্থায় আ’লা হযরতকে পড়–ন, জানুন, সত্যের মুখে মিথ্যার অবগঠন ছিড়ে ফেলুন।