
জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক মফিজুল রহমান
এ সময় বলেন দ্রুত বিচার না হলে অপরাধীরা পার পেয়ে যাবে স্বাধীনতার এত বছর পরেও তাদের বিচার না হলে বাংলাদেশ কলঙ্কিত থেকে যাবে
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবসের স্মরণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি দ্রুত জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা ব্যবস্থা গতিশীল করতে হবে। দেশের অনেক স্কুল কলেজে জাতীয় সংগীত পরিবেশন কিংবা গাওয়া হয় না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা বাঙালি দাবি করে কিন্তু বাঙালিয়ানা যে বৈশিষ্ট ও মৌলিক নৈতিকতা তার থেকে অনেক দূরে রয়েছি। তিনি বলেন এখনো অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে উর্দু ভাষায় পাঠদান দেওয়া হচ্ছে। তিনি বলেন পাকিস্তানী ভাবাদর্শে এসব শিক্ষা প্রতিষ্ঠানের উর্দু পাঠদান পরিহার করে বাংলা প্রচলনের জন্য
শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান সহ এছাড়া দেশপ্রেমিক বাঙালিদের সকল অপকর্ম ও অনৈতিকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। নগরীর চেরাগী পাহাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় নাগরিক হলে জাতীয় চার নেতা স্মরণ সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা ১৪ দলীয় জোট নেতা স্বপন সেন। বিশেষ অতিথি ছিলেন ল’জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমেদ শাহিন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়–য়া, বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মুহাম্মদ আইয়ুব, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম, ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী মুহাম্মদ ইউনুচ মিয়া সওদাগর, মোঃ এজাহারুল হক। বক্তব্য রাখেন বিপ্লব দাশ গুপ্ত, রিমন মুহুরী, মুক্তিযোদ্ধা এস.এম. নুরুল আমিন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুজিবুর রহমান, রোজী চৌধুরী, প্রমুখ।