
হযরত গাউসুল আজম বাবা ভান্ডারী ১১৩ তম ওরস শরীফের প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ২ নভেম্বর শুক্রবার ইমামুল আওলীয়া হুযুর গাউসুল আযম বাবা ভান্ডারী (কঃ)’র চন্দ্র মাসিক মাহফিল উপলক্ষে ফখরুল আওলীয়া দপ্তরে গাউসুল আযম মাইজভান্ডারী ওয়াসেলে (কঃ)’র আসন্ন ১১৩ তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা চট্টগ্রাম শহরস্থ পশ্চিম মাদারবাড়ি নজু ভার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। এতে আওলাদে রাসূল (দঃ) শাহসুফি সৈয়দ ওসমান কাদের মাইজভান্ডারী (মাঃ)’র পক্ষে তাঁর সাহেবজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভান্ডারী (মাঃ) সদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন। সভাতে তকরিব পেশ করেন মাওলানা মজিবুল রহমান মাইজভান্ডারী কাদেরী এবং মাওলানা বোরহান উদ্দিন মাইজভান্ডারী । আরো উপস্থিত ছিলেন নজু ভান্ডারী দরবারের আওলাদগণ আলী হায়দার দেওয়ান, আবু বকর বাপ্পী, নাসির ফকির ,মাইজভান্ডারী মোহাম্মদ আব্দুল্লাহ মুরাদ, নুর মোহাম্মদ সহ প্রমুখ। সভাতে আগামী ০৯ ডিসেম্বর সকলের উপস্থিতি কামনা করা হয়।