মাহমুদুল হাসান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা। জাতির শান্তি কামনায় ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল এবং এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন।সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার, অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী, এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।