জানা যায় ওমানে সালালাহ্ ও মাস্কেটে বাংলাদেশী ও ভারতীয় প্রায় ৩০০ শতর ও বেশী শ্রমিক কে আটক করেছে ওমান লেবার কোট।
জানা যায় গত এক মাসে ৬ জন বাংলাদেশী মৃতু হয়, যাদের কারো ভিসা আকামা নেই।
তাই ওমান লেবার কোট বাংলাদেশী ও ভারতীয় শ্রমিকদের লেবার কার্ড চেক করে, এতে লেবার কার্ড না থাকায় ১, ২ নবেম্বর ৩ শতর ও বেশী শ্রমিক কে আটক করে ওমান লেবার কোট, যাদের ভিসা আকামা নেই।
এই দিকে ওমান সালালাহ্ ব্যবসায়ীরা জানান গত ১ মাসে ধরে কোন লোক জন বাহিরে আসেনা, যাওয়া করতে পরছে না কিছু শ্রমিক রাতের বেলায় গাড়ী সাফাই করত তাও চেকিং এর কারনে তারা আসেনা,
তারা আরো জানান গাড়ী সাফাই করতে আসলে ওমানি ও বিভিন্ন শ্রেণীর লোক আসে গাড়ী সাফাই করাতে আসে রাতে তাই তাদের ব্যবসা ভালো হয়।
তাই চেকিং এর কারনে লোক না আসায় ব্যবসায়ীরা হতাশায় পরেছে বলে জানান তারা।