
মোহাম্মদিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হাফেজখানায় শিশু ছাত্রদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বহদ্দারহাট বারাইপাড়া সড়কে অবস্থিত হাফেজখানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম শিপু।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকাশতারা সংগঠনের চেয়ারম্যান মীর মোঃ রমজান আলী প্রেম। আরো উপস্থিত ছিলেন তরুণ সংগঠক তহিদুল ইসলাম তৌহিদ আহম্মদ নুর, নুরে আলম সিদ্দিকী, মোহাম্মদ মিন্টু।
মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও কাজী সুজেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল ফয়েজ, মাওলানা হাসান, হাফেজ মোঃ আরাফাত, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন প্রমুখ। এতে প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম শিপু বলেন, শিক্ষা মানুষকে সভ্য হতে সাহায্য করে, বর্বরতাকে পরিহার করতে উদ্বুদ্ধ করে। সভ্যতা মানুষকে সার্বিকভাবে শিক্ষিত করে, শিক্ষাই মানুষকে সংস্কৃতিতে উদ্বুদ্ধ করে এবং শিক্ষা ও সংস্কৃতির সংমিশ্রণে মানুষকে আলোকিত করে।উল্লেখ বিশিষ্ট ব্যবসায়ী হক সুপার মার্কেটের সম্মানিত উপদেষ্টা নূর আলম শিপু’ বিভিন্ন সময় অসহায় শীতার্ত ও ক্ষুধার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি সমাজের বিত্তশালীদের অসহায় গরীব দুঃখীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।