মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
ওমানে বলদিয়া ময়লার ড্রাম থেকে আগুন লেগে ৪ বাংলাদেশীর গাড়ী পুরে যায়।জানা যায় আজ সকাল ৬ টায় ওমান হাসমতে এই ঘটনা ঘটে, পরে ওমানরয়েল পুলিশ ও ফায়ার সার্ভিস আসে আগুন নিয়তনে আনে।
বাংলাদেশীরা জানান বলদিয়া ময়লার ড্রাম গাড়ী সাথে লেগে থাকায় কেউ ময়লার ড্রামে জলান্ত কয়লা বা সিগারেট ড্রামে ফেললে ময়লার ড্রামে আগুন দরে ঘটনা ঘটে।গাড়ীর মালিক তারা আরো জানান বেশ কিছু আগে তাদের একজন ড্রাইভারের সাথে গাড়ী ভাড়া নিয়ে কিছু লোকের সাথে কথা কাটা কাটি হয়,ক্ষতিগস্তদের অভিযোগ পুরনো শক্রতার জের দরে হতো এই ঘটনা ঘটায় তারা,এতে ক্ষতি হয় ৬ হাজার রিয়ার, প্রয় ১২ লক্ষ টাকা ও বেশী।তাই তারা সন্দেহ তালিকা রয়েছে তারা, এই বিষয়ে ওমান রয়েল পুলিশ তদন্ত করবে বলে জানান…