
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোছলেম উদ্দিন আহমদ এম.পি বলেন, দেশে গরিবের সংসারে দাউ দাউ করে আগুন জ্বলছে। যৌতুক দিতে না পারায় দেশে প্রতিদিনই শত শত বিয়ে ভাঙছে। কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার আর্তনাদ ও আহাজারি থামাতে কেউ সত্যিকার অর্থে এগিয়ে আসছে না। মাদকের সহজলভ্যতা যুব তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ সর্বনাশা মাদক। যুব সমাজ ফেসবুক মোবাইল আসক্তিতে আকণ্ঠ নিমজ্জিত থেকে নিজেদের সম্ভাবনাময়ী জীবনকে অর্থহীন করে তুলছে।
তিনি আরো বলেন, যৌতুক ও মাদকের ভয়াবহ আগ্রাসন ও অভিশাপ থেকে বাঁচতে সারা দেশে গণজাগরণ গড়ে তুলতে হবে। নিজ নিজ অবস্থান থেকে এব্যাপারে সবাইকে সচেতন করে তোলার দায়িত্ব পালন করতে হবে। আলেম-ইমাম-খতিবদের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের পেশাজীবীদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ২৮ ডিসেম্বর সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আলহাজ¦ মোছলেম উদ্দিন আহমদ এম.পি’র সাথে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান ও আহলে সুন্নাতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ) এর সৌজন্য সাক্ষাতকালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
তিনি আগামী ৬ মার্চ’২১ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে আন্জুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ সফলতা কামনা করেন এবং উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন চসিক সাবেক প্যানেল মেয়র আলহাজ¦ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বিশিষ্ট কলামিস্ট ড. মাসুম চৌধুরী, মুহাম্মদ সায়েম, প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ ফরিদুল ইসলাম, হাফেজ আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী প্রমুখ।