
কাপ্তাই (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি কাপ্তাইয়ে দূর্গম বনের মধ্যে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্বার করা হয়েছে । শনিবার(৯ জানুয়ারী) দুপুর আড়াই টায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের প্রধান কার্যালয় হতে প্রায় দু’ই কিলোমিটার গভীর বনের মধ্যে গাছের সাথে ফাঁস দেওয়া অবস্থায় কাপ্তাই রেঞ্জের বনরক্ষীরা বনে ডিউটি করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় ষাটোর্ধ্ব অজ্ঞাত এক ব্যক্তির গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবব দেয়। পরে কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পিযুষ কান্তি দাশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে।
লাশ হতে দুর্গন্ধ বের হওয়ার ফলে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,পুলিশ ও বন বিভাগ যৌথ ভাবে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি বিকাল ৪টা ৪৫মিনিটে উদ্বার করে থানায় নিয়ে আসেন। কাপ্তাই থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিজে গিয়ে লাশ তদন্ত করেন এবং সাংবাদিকদের জানান দেখে মনে হয় এটি একজন পাগলের লাশ । প্রায় ১৫/২০দিন পূর্বে গভীর জঙ্গলে এসে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বা ১৫/২০দিন হলেও কাপ্তাই থানায় এ ধরনের কোন নিখোঁজের সন্ধানের ডায়রী কেউ করেনি বলে উল্লেখ করেন তিনি।