
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম স্যারের সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ ১১ জানুয়ারি ২০২১ চট্টগ্রাম মহানগরীর খুলশি ও পাহাড়তলী থানায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।সকাল ১১টা হতে পরিচালিত অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১,৭০,০০০/- (একলক্ষ সত্তর হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে অননুমোদিত রং, মেয়াদ বিহীন কাটা ঔষধ ধ্বংস করা হয়।এপিবিএন, ৯ এর সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) জনাব পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।খুলশি থানার লালখান বাজারের হাইওয়ে সুইটসকে একই ফ্রিজে কাঁচা মাংসের সাথে চিজ সংরক্ষণ করায়, খোলা ময়লার পাত্র (ডাস্টবিন) রাখায় ও অপরিচ্ছন্ন স্থানে মিষ্টি প্রস্তুত করায় ৫০,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়।
পাহাড়তলী থানার তাহের ফুড ইন্ডাস্ট্রিজকে পরিমাণে কম ময়দা (৭৪ কেজির স্থলে ৭৩.১২০ কেজি, ৫০ কেজির স্থলে ৪৯.৯ কেজি ময়দা) দেওয়ায় এবং উৎপাদিত আটা, ময়দার বস্তায় সর্বোচ্চ খুচরা মূল্য না দেয়ায় ৬০,০০০/- জরিমানা করে সতর্ক করা হয়।সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একই অপরাধে ৫০,০০০/- জরিমানা করা হয়।সাগরিকা রোডের জিম রেস্তোরাঁকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাবারে অননুমোদিত রং ব্যবহার করায় ৫,০০০/- জরিমানা করে বর্ণিত রং ধ্বংস করা হয়। তিতাস ফার্মেসীকে মেয়াদবিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ৫,০০০/- জরিমানা করে মেয়াদ বিহীন ঔষধ ধ্বংস করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।