
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় গ্রেফতারী পরােয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চকবাজার থানা ছাত্রদল ।মঙ্গলবার চকবাজার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম শিপু।তিনি বলেন দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে হামলা মামলার ভয় দেখিয়ে তৃণমূল কর্মীদেরকে কোন লাভ হবে না।
কারণ আমরা শহীদ জিয়ার আদর্শে গড়া সৈনিক। আর প্রতিটি সৈনিক তারেক ভাইয়ের সৈনিক। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।চকবাজার থানা ছাত্রদলের নেতা ইমরান হোসেন লিটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক আক্তার হোসেন, আরিফ, ইউসুফ, সুজন দাশ, সুমন ঘোষ, বাবলু, ইলিয়াস, জিকু, নুরুল হাসান টিপু, মহসিন, রানা, জুয়েল, জাবেদ, জিসান, রাফি, জাহাঙ্গীর, তানভীর, সুমর, রাজু সহ প্রমুখ।