
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা এলাকায় বন্যহাতির আক্রমণে তিন মহিলা গুরুতর ভাবে আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।আহতরা হলেন মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা ( ৫০) ও হ্লামেচৌ মারমা( ৩০)।বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার সময় রাইখালী পূর্বকোদাল এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতাল সুত্রে জানা যায় তাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।
স্থানীয়রা জানান, যেখানে বন্যপ্রাণির আবাসস্থল ছিল সে স্থান গুলো এখন বৃক্ষ ও লতাপাতা শুন্য,বন্যপ্রানীদের খাবারের অভাব দেখা দিয়েছে, যার কারণে বন্যপ্রাণিরা লোকালয়ে খাবারের খোঁজে ছুটে আসছে। অতঃপর ঘটনা ঘটছে অপ্রত্যাশিত।এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করনে।