হাসান আহমদ,ছাতক প্রতিনিধি:
ছাতকে মাছ চুরি করতে গিয়ে চোরেদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাসহ ৩ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভুইগাঁও (মুজাইপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মছব্বিরের কাছ থেকে চোরদের জিম্মায় ছাড়িয়ে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ভুইগাঁও (মুজাইপাড়া) গ্রামের রহিদ আলী তার নিজ পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে। ঘটনার রাতে ওই পুকুর থেকে চোরেরা জাল দিয়ে মাছ ধরার সময় তাদের ব্যবহৃত সিএনজি-অটোরিকশা (সিলেট থ ১১-৮৯৯০) ও মাছসহ তাদের হাতেনাতে আটক করেন।
আটককৃতরা হলো- গোবিন্দগঞ্জ-সৈদরগাঁও ইউনিয়নের দিঘলী-রামপুর গ্রামের মৃত পিয়ার আলীর পুত্র রাসেল আহমদ (২৬), মৃত আব্দুর রউফের পুত্র আল আমিন (৩০) ও উকিল আলীর পুত্র জাহাঙ্গীর (৩২)। পরে আটককৃত সিএনজিসহ ৩ চোরকে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বিরের কাছে সোপর্দ করা হয়। ইউপি চেয়ারম্যান আবদুল মছব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।